সহস্র আশা ছাড়িয়ে

সহস্র আশা ছাড়িয়ে


সেই দিন থেকে রোজ রোজ ভেঙেছি পাহাড়,
কেটেছি উত্তাল সমুদ্রে অবাধ সাঁতার,
দুলেছি কত শত বার আশার দোলায়।
সহস্র আশা ছাড়িয়ে আজ -
ঠিক মহাকালের মতো আছি দাড়িয়ে,
পৃথিবীর দুর্গম এক প্রান্ত ঘিরে।
প্রণয়ের সে মানবী-
যার প্রতীক্ষার প্রহরের উষ্ণতা,
আর শূন্য পাথরে চাপা পড়া আমার এক সমুদ্র
যন্ত্রণার মুক্তির বায়না নিয়ে বলছি -

আর নয় ডুবে যাওয়া,
আর নয় আধ্যাত্মিক স্বপ্নের অপ্রাপ্তির
মরীচিকায় অসত্যের উৎসবে মেতে উঠা।।

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...