ভালোবাসা কি?

কোনো এক শীতের সকালে কুয়াশা মোড়া
সূর্যকে প্রশ্ন করেছিলাম.......
ভালোবাসা কি?
সূর্য বলেছিলো, আমার আলোয় ঝলসে ওঠা
এক ফোটা শিশির বিন্দু'ই ভালবাসা।
কোন এক সুন্দর বিকেলে স্রোতস্বিনী এক
নদীকে প্রশ্ন করেছিলাম.......
স্বপ্ন কি?
নদী বলেছিলো, জিবনের সমস্ত বাধা
অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে
যাওয়াটাই স্বপ্ন।
নির্ঘুম এক রাতে মেঘহীন নির্মল আকাশকে
প্রশ্ন করেছিলাম.......
সুখ কি?
আকাশ বলেছিলো, আমার বুকে হাজারো
তারার ভীড়ে চাঁদের মুখে মিষ্টি
হাসিটায়
সুখ।
কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায় আমায়
একজন প্রশ্ন করেছিলো........
কষ্ট কি?
আমি বলেছিলাম, হৃদয় উজাড় করে
ভালবেসে, ভালোবাসার বিনিময়ে
অবহেলা পাওয়ার নাম'ই কষ্ট।

বউ

   'বউ'

বউটা আমার দুষ্ট হবে
লক্ষ্মী হবে ভীষণ
আধো স্বরে বলবে কথা
ছোট্ট খুকির মতন।

আলতা পায়ে-নুপুর দিয়ে
করবে কতো ঢঙ
ঠোঁট রাঙিয়ে-চুনর মেখে
সাজবে যেন সঙ।

নেচেগেয়ে ঘর মাতাবে
হলদে পরী যেন
বউটা এখন কোথায় আছে
কেউ জানে না কেন?

টুনটুনিয়ে ঘরে-বাইরে
করবে কতো কাজ
চোখেতে চোখ পড়লে আমার
একটু পাবে লাজ।

একটু হাসি, একটু মুড়ি
চলবে লুকোচুরি
প্রেম যমুনার ঢেউয়ে কেমন
মাতবে হৃদয়পুরি।

শাড়ি-চুড়ি-গয়না পাতি-
করবে কতো ফ্যাশন
সব মিলিয়ে বউটা আমার
লক্ষ্মী হবে ভীষণ।

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...