বহুরুপী

 বহুরুপী

তোমার চোখেতে অন্য নেশা,
দেখেছি ভুলে তাকিয়ে ।
চোখের পাপড়িতে ঊনিশ বষন্ত ,
দিয়েছ নিজেকে বিকিয়ে।
ক্ষনিক সুখের রঙ্গিন ভেলায় ,
ভাসিয়েছ মন।
তোমার রুপের ধরনই বা ,
বুঝিবে কোন জন।
লোভের মোহে ভুলনা যেন ,
নিজের জীবন কথা।
কথার ছলে প্রকাশ পেলে ,
পাবে শুধুই ব্যাথা ।
এক অনলে পুড়ে তুমি ,
হয়ে যাবে যে নিশ্চুপ,
সব কথাতেও বুঝবে না আর,
তোমার যে বহুরুপ।।


No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...