- অপেক্ষায় রেখো না -

- অপেক্ষায় রেখো না -

আমাকে আর অপেক্ষায় রেখো না ,
স্বপ্ন ভরা দু'চোখ জুড়ে অবাক করা কৌতূহল আমার,
যে স্পর্শ আমাকে পাল্টে দেয় অবিরত,
সে স্পর্শ আজ দমকা হাওয়া হয়ে তোমায় ছুঁয়ে দিতে মরিয়া ।
মনের অতলে জমে অাছে সীমাহীন মেঘ,
ঝুম বৃষ্টির ঝর্নার স্নানে মাতাল কদম কলিরা, এবার তো কিছু বলো ।
মুগ্ধ নয়নে আড়ি পেতেছে প্রেম ,
তোমার খোঁপায় শোভা বারিয়ে দিতে এসেছে বকুল আর রক্তজবা ,
শিউলি রঙা সাঁজে তুমি অপরূপ শতরূপ অনন্যা । আর নিঃশ্চুপ থেকো না ।
সঞ্চয় করা অনুভূতিরা সারথি বেঁয়ে এসেছে পাহাড় পর্বত থেকে,
অনাহারী অনুভূতিদের অাবদার আর ফিরিয়ে দিও না ।
আমায় আর অপেক্ষায় রেখো না।।
অক্ষ

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...