তুমি যদি ভালবাসতে না পারো


তুমি যদি ভালবাসতে না পারো
তবে ভুলে যাও এই আমায়;
আমাকে ভুলে যেতে বলো না কখনো।

তবুও ভালবাসি তোমায়...
বারে বারে ফিরে ফিরে ভালবাসি তোমাকে।
তুমি যদি কাছে আসতে না পারো
তবে দূরে থেকো সেই ভালো;
আমাকে দূরে থাকতে বলো না কখনো।

তবুও কাছে আসি আমি
তোমার অজান্তেই কাছে আসি।
তুমি যদি মনে রাখতে না পারো
তবে মনে রেখো না আমায়;
আমাকে ভুলে যেতে বলো না কখনো।

তবুও মনে রাখি তোমায়
হৃদয়ের মণিকোঠায় রেখে দিই তোমারই নাম...

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...