তুমি এলে ভোরের চাঁদ হয়ে

তুমি এলে ভোরের চাঁদ হয়ে
         নিঃসঙ্গ নাবিক

কতরাত তোমার
কথা ভেবে ভেবে কেঁদে কেঁদে কাটালাম ।
এর পর একদিন ভোর হল, তুমি এলে ।
আমি ভাবলাম এরই নাম কি ভোরের চাঁদ ?
উপড়ে তাকালাম , উনার
কাছে কৃতজ্ঞতা জানাবো ।
জবাবে উনি একটু হাসলেন । তোমার
দিকে তাকালাম ।
তুমিও হাসলে। আমার সব রাত জাগার
কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল ।
সকালের মিষ্টি রোদ পড়ছিল তোমার
মুখে । আমি ফ্যালফ্যাল
করে তাকিয়ে রইলাম।
তুমি বললে, “কি ? কি দেখো ?
খালি চেহারা দেখলেই হবে ?
বসতে বলবে না ?”
আমার খুব বলতে ইচ্ছে হলো, ” তোমার
হাতটা একটু ধরি ? সাহস পেলাম না ।”
যদি আবার হাতটা ধরে আবার
প্রেমে পড়ে আবার ভুল করি !?!
” এসো, ভোরের পাখি, তুমি বস
আমার ঘরে
কতকিছু দিবার আছে তোমায় উজাড়
করে । “

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...