শুণ্য হাতে হাত রাখে কষ্ট

__________ শুণ্য হাতে হাত রাখে কষ্ট
_______________ ‪ধ্রুব অক্ষ‬
-------------------------------------------------------
তোমার হাতে যখন অন্য পুরুষের হাত,
তুমি-সে দুজনে একসাথ
-তখন আমি ঈর্ষান্বিত।
মনে হয় বেঁচেও যেন মৃত।
হৃদয়ে অচেনা বেদনা হয় সৃষ্ট,
আর আমার শুণ্য হাতে হাত রাখে কষ্ট।
*
*
তুমি যখন অন্য পুরুষের প্রশংসায় পঞ্চমুখ,
চোখের চাঞ্চল্যে প্রকাশ পায় তোমার সুখ
- তখন আমি লজ্জিত।
মনে হয় বেঁচে থেকেও মৃত।
হৃদয়ে অচেনা বেদনা হয় সৃষ্ট,
আর আমার শুণ্য হাতে হাত রাখে কষ্ট।
*
*
যখন অন্য পুরুষের সাথে তুমি কথা বল অবিরত,
তোমার হৃদয়ে ছুঁয়ে যায় ভালো লাগা শত
- তখন আমি ব্যাথিত।
মনে হয় বেঁচে থেকেও মৃত।
হৃদয়ে অচেনা বেদনা হয় সৃষ্ট,
আর আমার শুণ্য হাতে হাত রাখে কষ্ট।

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...