অসমাপ্ত উপন্যাস

অসমাপ্ত উপন্যাস

ধ্রুব অক্ষ
=================================================


আমি কাছাকাছি এসেছিলাম
তুমি যেখানে শুন্য বেছে নিয়েছিলে চাঁদের স্পর্শ ছেড়ে ,
যেখানে মেঘ ভিড় করেছিল মায়াবী কান্নার হিম জলস্রোত
বন্দী করে

আমার শুধু একটাই প্রশ্ন করার ছিল ,
তোমার আর্দ্র চোখে আমার উপস্থিতি কোথায় ?
নাকি মায়াবী বিভ্রমে ধুলিস্নাত হয়েছে
আমার ভালোবাসার জন্মলগ্ন স্থায়িত্ব


দুরন্ত চাঁদ ছুঁয়ে আসা জোছনায়
আমার হৃদপিন্ডের স্পন্দন
তোমার পাঁচ আঙুলে বন্দী মুঠোফোন ছুঁয়ে
তোমার কানে কি পৌঁছায় ?

নাকি সব আমার শুধু প্রেম,
তোমাকে ঘিরে অদ্ভুত জোছনালোকে হাঁটা ,
নিজেকে অন্তর্দাহে পুড়িয়ে পুড়িয়ে মারা
সাথে সুখ পাওয়া

আমি নিছুক কোন উপন্যাসের পাতার
প্রেমিকের রোল করছিনা
যে উপন্যাসটা পড়া শেষ হয়ে গেলে
আমার প্রেম মরে যাবে

তুমি কি শুনতে পাচ্ছো ?
বাইরে অদ্ভুত সুন্দর বৃষ্টি হচ্ছে
জোছনা শেষে ,
আমি একা দাঁড়িয়ে থাকতে পারছিনা ।
আমার ভেতরের মনটা তোমাকে খুব করে মনে করছে ।

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...