আমার যত ভাবনা
ভেবেছিলাম এক পশলা বৃষ্টি,
খুব সহজেই ভিজে যাবে আষাঢ়ের আকাশ,
শান্ত ইচ্ছে ঘুড়ি আমার,
আমি আবার জাগ্রত।
আজো যাওয়া হল না আমার স্নানে,
শরৎ ডেকে দিয়েছে হেমন্ত,
ভেবেছিলাম তবে হেমন্তেই আসি,
শীতের নিমন্ত্রণে একটু অভিমান,
আর না হয় উষ্ণ চাঁদরে লালিত স্বপ্ন।
ফের বষন্তের ঝরা পাতার মর্মরধ্বনি।
আর শোনা হল না আমার কোকিলের ডাক,
গ্রীষ্মের তাপ সহ্য করেই বসেছিলাম পশ্চিম আকাশে,
রংধনুর খোঁজে অনেটা প্রহর,
সবটা নীল যে সেই কেড়ে নিয়েছে।।
অক্ষ
চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা রগে রগে তোমার নেশা, শরীরে আমার তুমি বহ, তোমায় পান করে নেশা নিয়ে সুখ করি । জ্ঞান হারাই, হই মাতাল !
আজ আর নেই চেনা জানা কেউ
আজ আর নেই চেনা জানা কেউ
অনেক দিন হলো আকাশে চাঁদ দেখা হয় নি,
দেখি নি অনেক দিন নক্ষত্রের মিলন মেলায় স্বপ্ন দৌড়ের ঘোড়া,
অনেক দিন হলো আমি কল্পনায় আঁকি না তোমায়,
নামকরণ করি না তোমার,
তুমিও আস না মনের আঙিনায়, আস না রুপালী জোৎস্নানায় স্নানে,
এই তো দিন বদলের পালা,
সময়ে বিচলিত জীবন কাব্যের শেষ পৃষ্ঠায় আজ তুমি,
ভূগোলের শেষ প্রান্তে বসে,
আর আমি অপার স্মৃতিঘেরা সেই চির চেনা বাঁকটিতে,
বহু দিনের পর, অনেকটা বাধ্য হয়েই এসেছি,
মনের শত্রুতায় পারাজিত আজ সত্ত্বা,
ক্ষণিকের বাস্তবতা।
তাই আমার এ ছুটে আসা,
সবটা কেমন বদলে গেছে,
ঠিক যেন তোমার মতো।
আমার পরিচিত সবই আজ অপরিচিত হয়ে ক্রমেই দূরে সরে যাচ্ছে, আপন নেই যেন কেউ,
ফিরেও তাকায় না এরা, কেউ শুনে না আমার অার্তনাদ, আমার বলা, না বলা।
ঝোপের জোনাকি গুলো ছেড়ে গেছে তাদের আবাস,
নিস্তব্ধ নিরবতা পালন করছে আজ ঝিঁঝিঁপোকারা, ঠিক নেই চাঁদের যাওয়া আসা,
থমকে আছে হাওয়া,
সবার সার্থের কাছে যেন আজ হারিয়ে গেছি আমি,
উবে গেছে আমার যত মায়া।
অক্ষ
অনেক দিন হলো আকাশে চাঁদ দেখা হয় নি,
দেখি নি অনেক দিন নক্ষত্রের মিলন মেলায় স্বপ্ন দৌড়ের ঘোড়া,
অনেক দিন হলো আমি কল্পনায় আঁকি না তোমায়,
নামকরণ করি না তোমার,
তুমিও আস না মনের আঙিনায়, আস না রুপালী জোৎস্নানায় স্নানে,
এই তো দিন বদলের পালা,
সময়ে বিচলিত জীবন কাব্যের শেষ পৃষ্ঠায় আজ তুমি,
ভূগোলের শেষ প্রান্তে বসে,
আর আমি অপার স্মৃতিঘেরা সেই চির চেনা বাঁকটিতে,
বহু দিনের পর, অনেকটা বাধ্য হয়েই এসেছি,
মনের শত্রুতায় পারাজিত আজ সত্ত্বা,
ক্ষণিকের বাস্তবতা।
তাই আমার এ ছুটে আসা,
সবটা কেমন বদলে গেছে,
ঠিক যেন তোমার মতো।
আমার পরিচিত সবই আজ অপরিচিত হয়ে ক্রমেই দূরে সরে যাচ্ছে, আপন নেই যেন কেউ,
ফিরেও তাকায় না এরা, কেউ শুনে না আমার অার্তনাদ, আমার বলা, না বলা।
ঝোপের জোনাকি গুলো ছেড়ে গেছে তাদের আবাস,
নিস্তব্ধ নিরবতা পালন করছে আজ ঝিঁঝিঁপোকারা, ঠিক নেই চাঁদের যাওয়া আসা,
থমকে আছে হাওয়া,
সবার সার্থের কাছে যেন আজ হারিয়ে গেছি আমি,
উবে গেছে আমার যত মায়া।
অক্ষ
Subscribe to:
Comments (Atom)
HINDI PROPOSE SHAYARI SMS
HINDI PROPOSE SHAYARI Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...
-
পরকিয়া প্রেম - প্রহেলিকা প্রহেলিকা, প্রহেলি, প্রাণ পাখি, জান, জানু পাখি, কলিজা, জানু, জানু, কই , কই , তুমি কই , কই জানু পাখি, জানু আমার ,...
-
Lovesick_Psycho -অক্ষ --------------- --------------- -------------- মেয়েটার নগ্ন দেহটা পড়ে আছে । স্তন দুটো থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে । ওষ্...
-
-যে জলে আগুন জ্বলে আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বা...