"আমার যে টুকু আছে "
চাওয়ার কিছুই নাই তোমার থেকে,
তুমি ভালোবাসো আর নাই বাসো
আমার বুকে যে টুকু প্রেম আছে তা দিয়েই দিব্যি চলে যাবে-
এক জন্ম নয় সাত জন্ম!
তুমি আর কিছু নাই দাও
দিও ব্যথার দান দিও জ্বালা
আমি তাই দিয়ে ফুল ফুটায়ে গাথিব মালা-
তুমি ঘৃণার নরক জ্বেল সাতশত
আমি প্রেম বর্ষণে ভিজাবো নিভাবো
তোমারে সাজাবো আমরই ছবির মতো,
আমারই মতো মানিয়ে নেবো
স্নিগ্ধ জোস্তনায় স্নান করিয়ে
হেঁটে যাবো দূর বহুদূর মেঠোপথে
পল্লীর মায়ায়-ঘুমজাগা অশ্বথের ভূতুরে ছায়ায় -
কয়েকটি জোনাক ফুল পরিয়ে দেবো তোমার নোটন খোপায়,
শোনাবো ঘুম জাগা কোনো কৃষাণ বধূর গান
ঢেকির তালে ঝুমকো দুলে
সেই সুরে খোসা ছাড়া আতপচালের নতুন কুড়ায়
ভোরের বেলা ভাপা পিঠায়
দেখবে কি সুঘ্রান!
তোমায় আমি জীবন দেখাবো,
তুমি আমায় ভালো নাই বাসো -
একদিন তোমারে নিয়ে যাবো সেই খানে
যে খানে আছে জীবনের আহ্বান!
চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা রগে রগে তোমার নেশা, শরীরে আমার তুমি বহ, তোমায় পান করে নেশা নিয়ে সুখ করি । জ্ঞান হারাই, হই মাতাল !
ইচ্ছে
ইচ্ছে
ইচ্ছে ছিল ভালোবাসার ঊষালগ্নে
তোমার হাত ধরে বের হব,
মেঘের পিঠে চড়ে
আকাশটা ঘুড়ে দেখবো।
হলোনা তা আমার !!!
ইচ্ছে ছিল তোমার হাতটি ধরে
পাড়িদেব জীবনের বাকিটা সময়।
এই সময়ের মাঝে আমি যে
আজ বড় অসহায়।
ইচ্ছে ছিলো তোমার আলোয়
আলোকিত হয়ে রাঙিয়ে দেব ধরনী।
বুঝতে পারিনি আমি হব
এ ধরনীর বুকে এক ছায়া মূর্তি।
ইচ্ছে ছিলো আমার বুকে
তোমায় নিয়ে গুনবো রাতের তারা।
বুঝিনি তারা গুনতে গিয়ে
আমি হব যে দিশেহারা।
ইচ্ছে ছিলো, ইচ্ছে আছে, ইচ্ছে থাকবে।
আমিও ছিলাম, আছি, থাকবো।
শুধু ভালোবাসাটা হয়ে গেছে আজ
" ইচ্ছের ভালোবাসা "।।।
কবে তা আমার ভালোবাসা হবে
শুধু সেই প্রতীক্ষা।।।
শুধু তোমার অপেক্ষা।।।
ইচ্ছে ছিল ভালোবাসার ঊষালগ্নে
তোমার হাত ধরে বের হব,
মেঘের পিঠে চড়ে
আকাশটা ঘুড়ে দেখবো।
হলোনা তা আমার !!!
ইচ্ছে ছিল তোমার হাতটি ধরে
পাড়িদেব জীবনের বাকিটা সময়।
এই সময়ের মাঝে আমি যে
আজ বড় অসহায়।
ইচ্ছে ছিলো তোমার আলোয়
আলোকিত হয়ে রাঙিয়ে দেব ধরনী।
বুঝতে পারিনি আমি হব
এ ধরনীর বুকে এক ছায়া মূর্তি।
ইচ্ছে ছিলো আমার বুকে
তোমায় নিয়ে গুনবো রাতের তারা।
বুঝিনি তারা গুনতে গিয়ে
আমি হব যে দিশেহারা।
ইচ্ছে ছিলো, ইচ্ছে আছে, ইচ্ছে থাকবে।
আমিও ছিলাম, আছি, থাকবো।
শুধু ভালোবাসাটা হয়ে গেছে আজ
" ইচ্ছের ভালোবাসা "।।।
কবে তা আমার ভালোবাসা হবে
শুধু সেই প্রতীক্ষা।।।
শুধু তোমার অপেক্ষা।।।
Subscribe to:
Comments (Atom)
HINDI PROPOSE SHAYARI SMS
HINDI PROPOSE SHAYARI Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...
-
পরকিয়া প্রেম - প্রহেলিকা প্রহেলিকা, প্রহেলি, প্রাণ পাখি, জান, জানু পাখি, কলিজা, জানু, জানু, কই , কই , তুমি কই , কই জানু পাখি, জানু আমার ,...
-
Lovesick_Psycho -অক্ষ --------------- --------------- -------------- মেয়েটার নগ্ন দেহটা পড়ে আছে । স্তন দুটো থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে । ওষ্...
-
-যে জলে আগুন জ্বলে আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বা...