কোন এক ভালোবাসা দিবসে


কোন এক ভালোবাসা দিবসে
 Lovesick Psycho
------------------------------------
কোন এক ভালোবাসা দিবসে
তোমার সাথে দেখা হবে আমার
একগুচ্ছ গোলাপ হাতে আসবে তুমি
তোমার দু'চোখ জুড়ে প্রতিক্ষার উষ্ণ অভ্যর্থনা
আমার অপেক্ষায় অধীর থাকবে।
তোমার চাতক চোখ খুঁজবে আমায় এদিক সেদিক
একসময় ক্লান্ত হয়ে স্থির হবে গোলাপে।
তারপর আমি আসবো,
স্বভাবসিদ্ধ উসকোখুসকো চুলে,
তিন-চারদিনের ঘামেভেজা টিশার্ট
চাপিয়ে হন্তদন্ত হয়ে।
কিছু অভিমানী মুহূর্ত শেষে
তুমি হাসবে সেই হাসি,
যে হাসিতে আমি অনুরাগের ছোঁয়া পাবো।
তারপর খুনসুটি
কার ভালোবাসা কতো খাঁটি
কে ঠিক, কে ভুল, কতো অনুযোগ —
আমি হেরে যাবো জেনেও
হারতে চাইবো না যেন;
তোমাকে রাগানোর নেশায় বুঁদ হবো।
হঠাৎ তোমার গোলাপের কথা মনে পড়বে,
মনে পড়বে আমার খালি হাতে আসার কথা
অভিমান করে তুমি চলে যেতে চাইবে।
অথচ তুমি জানতেও পারবে না, কোন এক
ভালোবাসা দিবসে
আমি এই "আমার আমি"কেই
তুলে দিতে চেয়েছি তোমার হাতে।

ফিরে আসে বারবার

ফিরে আসে বারবার
গতকাল যা ছিল ভালোবাসা
আজ তা বেদনার আকাশে
বিষাদের ঝড়ো মেঘের বজ্র বৃষ্টি
ফিরে আসে প্রিয় মুহূর্তরা বার বার
তোমার শূন্যতায় আমার আকাশে সূর্য গ্রহণ।

আমার কষ্টগুলো
আমার আকাশের চাঁদের মতো
আমার পিছু ছাড়ে না আমার দুঃখ গুলো
আমার শরীরের ছায়ার মতো
আমাকে একাকী থাকতে দেয় না
আমার বর্তমান অতীত হয়
তবু আমি আমার অতীত থেকে
ভবিষ্যতে পালিয়ে বাঁচতে পারি না।

ভালোবাসা তার রঙ বদলিয়ে
বেদনার নীল আকাশে মেঘের ডানায়
পাল তুলে ফিরে আসে মুহূর্তরা বার বার
ধুলো জমা কবিতার পাতায় পাতায়
তবু কোন স্বপ্নের সোনালি ফ্রেমে
ভালোবাসা বাঁধাতো গেলো না।

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...